উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত
ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ হলো কারাগারে
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কয়েক সপ্তাহের অচলাবস্থা ও গুজব-উত্তেজনার পর অবশেষে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করলেন তার বোন উজমাহ খানম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কারা কর্তৃপক্ষ তাকে ভাইয়ের সঙ্গে দেখা করার আনুষ্ঠানিক অনুমতি দেয়। ডন-এর বরাতে জানা যায়, দুপুরের পর উজমাহ খানম কারাগারের ভেতরে প্রবেশ করেন; তবে এ সাক্ষাতে কী আলোচনা হয়েছে বা তিনি ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে কী দেখেছেন—তা আনুষ্ঠানিকভাবে এখনও পরিষ্কার নয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলীয় নেতাদের সাক্ষাৎ নিষিদ্ধ থাকায় পিটিআই নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ জমে ওঠে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পিটিআই নেতাদের দাবি, এসব গুজব ও অনিশ্চয়তা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে, যাতে সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি অভিযোগ করে বলেন, ২৭ অক্টোবর থেকে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকেই দেখা করার অনুমতি দেয়া হয়নি। তার ভাষ্য, পরিবারের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ সরকার ও প্রশাসনের ‘অযৌক্তিক কঠোরতার’ই বহিঃপ্রকাশ।
পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রশাসন আগেই ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। ফলে নির্দিষ্ট সময়ের জন্য চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ ছিলো। তা সত্ত্বেও মঙ্গলবার আদিয়ালা কারাগারের বাইরে উজমাহ খানমের আগমন ঘিরে পিটিআই সমর্থকরা ভিড় করেন। পুলিশি নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তারা ইমরান খানের নিরাপত্তা ও সঠিক চিকিৎসা নিশ্চিতের দাবিতে সেখানে অবস্থান নেন।
পিটিআই নেতারা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেয়ায় অচলাবস্থা কিছুটা শিথিল হলেও ইমরান খানের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে এখনও বড় ধরনের উদ্বেগ রয়েছে। পরিস্থিতি কী দিকে গড়াবে, তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে প্রশাসনের অবস্থান ও পিটিআইয়ের চলমান আন্দোলনের ওপর।
সবার দেশ/কেএম




























