Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২ ডিসেম্বর ২০২৫

উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত

ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ হলো কারাগারে

ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ হলো কারাগারে
ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কয়েক সপ্তাহের অচলাবস্থা ও গুজব-উত্তেজনার পর অবশেষে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করলেন তার বোন উজমাহ খানম। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) কারা কর্তৃপক্ষ তাকে ভাইয়ের সঙ্গে দেখা করার আনুষ্ঠানিক অনুমতি দেয়। ডন-এর বরাতে জানা যায়, দুপুরের পর উজমাহ খানম কারাগারের ভেতরে প্রবেশ করেন; তবে এ সাক্ষাতে কী আলোচনা হয়েছে বা তিনি ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে কী দেখেছেন—তা আনুষ্ঠানিকভাবে এখনও পরিষ্কার নয়।

গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলীয় নেতাদের সাক্ষাৎ নিষিদ্ধ থাকায় পিটিআই নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ জমে ওঠে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পিটিআই নেতাদের দাবি, এসব গুজব ও অনিশ্চয়তা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে, যাতে সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি অভিযোগ করে বলেন, ২৭ অক্টোবর থেকে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকেই দেখা করার অনুমতি দেয়া হয়নি। তার ভাষ্য, পরিবারের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ সরকার ও প্রশাসনের ‘অযৌক্তিক কঠোরতার’ই বহিঃপ্রকাশ।

পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রশাসন আগেই ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। ফলে নির্দিষ্ট সময়ের জন্য চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ ছিলো। তা সত্ত্বেও মঙ্গলবার আদিয়ালা কারাগারের বাইরে উজমাহ খানমের আগমন ঘিরে পিটিআই সমর্থকরা ভিড় করেন। পুলিশি নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তারা ইমরান খানের নিরাপত্তা ও সঠিক চিকিৎসা নিশ্চিতের দাবিতে সেখানে অবস্থান নেন।

পিটিআই নেতারা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেয়ায় অচলাবস্থা কিছুটা শিথিল হলেও ইমরান খানের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে এখনও বড় ধরনের উদ্বেগ রয়েছে। পরিস্থিতি কী দিকে গড়াবে, তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে প্রশাসনের অবস্থান ও পিটিআইয়ের চলমান আন্দোলনের ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার