Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৫, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২৬, ১৪ জানুয়ারি ২০২৬

দাবি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা লারিজানির

ইরানে রক্তপাতের নায়ক ট্রাম্প-নেতানিয়াহু

ইরানে রক্তপাতের নায়ক ট্রাম্প-নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে লারিজানি বলেন, ইরানি জনগণের রক্তপাতের প্রধান নায়ক হিসেবে ইতিহাসে এ দুই নেতার নামই লেখা থাকবে। তার ভাষায়, ইরানে যে হত্যাযজ্ঞ চলছে, তার দায় এড়াতে পারবেন না ওয়াশিংটন ও তেল আবিবের নেতৃত্ব।

ইরান সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিতেই দেশটিতে বর্তমান অস্থিতিশীলতা চরমে পৌঁছেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং খুব শিগগিরই তাদের জন্য মার্কিন ‘সহায়তা’ আসছে বলে মন্তব্য করেন। ট্রাম্পের এ বক্তব্যকে তেহরান সরাসরি হস্তক্ষেপ ও সহিংসতা উসকে দেয়ার শামিল বলে মনে করছে।

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভে দমন-পীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরেছে মানবাধিকার সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১ হাজার ৮৪৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এমন পরিস্থিতিতেই ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ বিক্ষোভকারীদের উদ্দেশে লেখেন, ইরানের দেশপ্রেমিকরা যেনো আন্দোলন চালিয়ে যান, প্রতিষ্ঠানগুলো দখলে নেন এবং ‘হত্যাকারী ও নির্যাতনকারীদের’ নাম সংরক্ষণ করেন—কারণ তাদের বড় মূল্য দিতে হবে। এ বক্তব্যকে ইরান সরকার সরাসরি আগুনে ঘি ঢালার শামিল বলে অভিহিত করেছে।

ট্রাম্পের এ অবস্থানের কড়া সমালোচনা করে আলি লারিজানি বলেন, ইরানি জনগণের হত্যাকারীদের তালিকা করলে এক নম্বরে থাকবেন ট্রাম্প এবং দুই নম্বরে নেতানিয়াহু। তার মতে, বিদেশি শক্তির নির্লজ্জ হস্তক্ষেপই একটি অভ্যন্তরীণ ও শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিচ্ছে।

এর আগেও ২ জানুয়ারি ট্রাম্প যখন বলেছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধার’ করতে আসবে—তখন লারিজানি সতর্ক করে বলেন, আমেরিকার এমন হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং শেষ পর্যন্ত তা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধেই যাবে।

বর্তমানে ইরান সরকার বলছে, তারা অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সক্ষম এবং বিদেশি কোনও সহায়তা বা হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের ধারাবাহিক সমর্থন এবং ইসরায়েলের গোপন সহযোগিতার অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলছে।

বিশ্লেষকদের মতে, লারিজানির এ কড়া বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে ইরান এখন এ বিক্ষোভকে শুধু অভ্যন্তরীণ সংকট হিসেবে নয়, বরং একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের এ অস্থির পরিস্থিতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং তেহরানের প্রতিরক্ষা ও কূটনৈতিক কৌশলের ওপর।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি