হাদির খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ: সারজিস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। ওই ঘটনার পর ভারতীয় সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগের সুর আরও তীব্র হয়েছে। এর মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সারজিস লেখেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে হাদির হত্যাকারীদের ফেরত আনা। তিনি দাবি করেন— যতক্ষণ পর্যন্ত ভারত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফেরত না দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে।
শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে ইতোমধ্যে বিক্ষোভ, স্লোগান, সড়ক অবরোধসহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বিভিন্ন মোড়ে হাজারো বিক্ষুব্ধ তরুণ রাতজুড়ে বিক্ষোভে অংশ নেয়।
হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেল আরোহীদের গুলিতে মাথায় আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয় এবং বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।
সবার দেশ/কেএম




























