Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩১, ২৫ মার্চ ২০২৫

স্বস্তির ঈদযাত্রা

যথাসময়ে ছাড়ছে ট্রেন 

যাত্রীদের সুবিধার্থে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে, ফলে প্ল্যাটফর্মে টিকিটধারী যাত্রীরা স্বস্তিতে আছেন। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরএনবি ও রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে।

যথাসময়ে ছাড়ছে ট্রেন 
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের প্রস্থানের মধ্য দিয়ে আজকের ঈদযাত্রা শুরু হয়। স্টেশনে যাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকলেও ট্রেনের ভেতরে যাত্রীদের চাপ কিছুটা রয়েছে।

সকাল থেকে প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সারাদিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রীদের সুবিধার্থে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে, ফলে প্ল্যাটফর্মে টিকিটধারী যাত্রীরা স্বস্তিতে আছেন। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরএনবি ও রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে, যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছেন।

রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাশকতা ঠেকাতে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে কড়া নজরদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশনে আসা যাত্রী রেহেনুমা বেগম বলেন, ভিড় বাড়ার আগে আগেই চলে যাচ্ছি, বাচ্চাদের নিয়ে বেশি ভিড়ে যাওয়া কষ্টকর। অন্য এক যাত্রী বলেন, ঢাকায় কাজ নেই, তাই আগেই চলে যাচ্ছি, প্রতিবছরের মতো এবারও পরিবারের সঙ্গে ঈদ করবো।

আজ ৪ এপ্রিলের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। ঈদের আগে ২৬ মার্চ থেকে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ থাকবে। এছাড়া ঈদের আগে ও পরে ১০ দিন সেলুনকার সংযোজন বন্ধ থাকবে।

রেল কর্তৃপক্ষ আশা করছে, আগামীকাল ছুটির দিন হওয়ায় বিকেলে অফিস ছুটির পর যাত্রীদের চাপ আরও বাড়তে পারে। তবে সার্বিক ব্যবস্থাপনায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখার চেষ্টা চলছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন