Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ২৮ এপ্রিল ২০২৫

আলজাজিরাকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি

শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনাকে 'চুপ' রাখতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

রোববার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। 

নিয়েভ বার্কার পরিচালিত ওই সাক্ষাৎকারে ড. ইউনূস আরও জানান, বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।  

ড. ইউনূস বলেন, সম্প্রতি ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে তার সঙ্গে মোদির বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে কথা বলা থেকে বিরত রাখার অনুরোধ জানান। তবে মোদি স্পষ্ট করে বলেন, ভারত একটি মুক্ত সোশ্যাল মিডিয়ায়র দেশ। এখানে কেউ কী বলবে তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না।  

আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা তো এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন এবং ভারতে বসে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন—এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার বিষয়টিকে কীভাবে দেখছে?  

উত্তরে ড. ইউনূস বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি—যদি ভারত সরকার চান, তাহলে তিনি সেখানে থাকতে পারেন। তবে সেখানে থেকেও তিনি যেন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি না করেন, সে প্রত্যাশা করি। তার প্রতিটি বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে, যা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তবে শেখ হাসিনা এখনও বিদেশ থেকে সক্রিয় রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।  

সূত্র: আল জাজিরা  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন