Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ২৮ মে ২০২৫

আপডেট: ০০:৫৬, ২৮ মে ২০২৫

তিন লাখ এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে

তিন লাখ এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে
প্রতীকি ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের লক্ষ্যে করা প্রায় তিন লাখের বেশি আবেদন কর্মকর্তাদের টেবিলে জমে আছে। সবচেয়ে বেশি ভোগান্তি তৈরি করছে বয়স সংশোধন সংক্রান্ত আবেদন, যা একাই মোট অনিষ্পন্ন আবেদনের প্রায় অর্ধেক।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্র্যাশ প্রোগ্রামের মধ্যেও আবেদন নিষ্পত্তির হার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখের বেশি

প্রতিবেদন অনুযায়ী,

  • ১ জানুয়ারির আগে জমা পড়া আবেদন ছিল: ৩,৭৮,৮৩৬টি
  • নতুন জমা পড়েছে: ৫,০১,৯৫৪টি
  • সর্বমোট জমা: প্রায় ৮.৮১ লাখ
  • সাড়ে চার মাসে নিষ্পত্তি করা হয়েছে: ৫,৭১,১৯৭টি
  • বর্তমানে অনিষ্পন্ন আবেদন: ৩,০৯,৫৯৩টি

বয়স সংশোধনই সবচেয়ে বড় মাথাব্যথা

ইসি ছয়টি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় জট তৈরি হয়েছে ‘গ’ ক্যাটাগরিতে, যেগুলো মূলত বয়স সংশোধনের আবেদন।

  • গ ক্যাটাগরির ঝুলে থাকা আবেদন: ১,৪০,৩১৬টি
  • অন্যদিকে সবচেয়ে কম আবেদন রয়েছে ‘ক-১’ ক্যাটাগরিতে—মাত্র ২,০২৮টি।

ভুল সংশোধনের নামে অসৎ উদ্দেশ্য?

এ প্রসঙ্গে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবির বলেন, আমরা ইতোমধ্যে একটি ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছি। আশা করছি, দ্রুত নিষ্পত্তির গতি আরও বাড়বে।

অন্যদিকে ইসি সচিব আখতার আহমেদ বলেন, অনেক আবেদনই হয়তো সঠিক উদ্দেশ্যে করা হয়, কিন্তু কেউ কেউ ভুল তথ্য সংশোধনের আড়ালে অসৎ উদ্দেশ্যে এনআইডি তথ্য বদলাতে চায়। তাই প্রতিটি আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হয়। এতে কিছুটা সময় লাগছে।

সার্ভারে ১২ কোটি ভোটার, প্রতিনিয়ত সংশোধনের চাপ

বর্তমানে ইসির সার্ভারে প্রায় ১২ কোটির বেশি ভোটার তথ্য রয়েছে। এ বিশাল ডেটার মধ্যে অনেকেই নিয়মিতভাবে সংশোধনের জন্য আবেদন করছেন। নাম, জন্মতারিখ, অভিভাবকের নাম, স্থায়ী ঠিকানা, ছবি, কিংবা জাতীয়তা ইত্যাদি বিষয়ে ভুল সংশোধনের চাপ নিয়েই কর্মকর্তারা কাজ করছেন।

সাধারণ মানুষের দুর্ভোগ

এনআইডি সংশোধন বিলম্বিত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, চাকরির আবেদন, বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি —এসব কার্যক্রমে এনআইডি অত্যাবশ্যক হয়ে উঠেছে। সংশোধনের দীর্ঘসূত্রতা ভোগান্তির বড় কারণ।

সমাধানের উপায় কী?

বিশেষজ্ঞরা বলছেন,

  • অতিরিক্ত ম্যানপাওয়ার নিয়োগ
  • ডিজিটাল স্ক্রুটিনি সিস্টেম চালু
  • ক্যাটাগরি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি এবং 
  • জেলা পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি

এ পদক্ষেপগুলো দ্রুত কার্যকর না হলে আগামী কয়েক মাসে আবেদন সংখ্যা আরও বেড়ে ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

জাতীয় পরিচয়পত্রের সংশোধন নিয়ে সাধারণ মানুষের আস্থা ফেরাতে হলে শুধু প্রক্রিয়া গতি নয়, বিশ্বস্ততা ও স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি। অন্যথায় এনআইডি সংশোধন আবেদনের এ পাহাড় সামলানো কঠিন হয়ে পড়বে এবং জনসেবামূলক সব খাতে এর বিরূপ প্রভাব পড়বে।

সবার দেশ/কেএম

সর্বশেষ