Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ৩১ মে ২০২৫

টোকিওতে প্রধান উপদেষ্টা ইউনূসের বক্তব্য

প্রবাসীদের রেমিট্যান্সেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রবাসীদের রেমিট্যান্সেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সকে দেশের অর্থনীতির মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যখন অর্থনৈতিক ধ্বংসাবশেষে রূপ নেয়, তখন এ প্রবাসীরাই ছিলেন জাতির টিকে থাকার একমাত্র ভরসা।

শুক্রবার সন্ধ্যায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। তিনি বলেন, সাবেক ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় কোষাগার ও ব্যাংক ব্যবস্থাকে শূন্য করে গিয়েছিলো। যদি প্রবাসীরা সে সংকটময় সময়ে দেশমুখী রেমিট্যান্স না পাঠাতেন, তাহলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো।

তিনি আরও বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠাননি, তারা দেশের প্রতি বিশ্বাস ও আস্থাও ধরে রেখেছেন। আপনাদের অবদানই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গে ইউনূস বলেন, আমাদের সরকার জনগণের ওপর আরোপিত নয়, বরং সঙ্কট নিরসনের দায়িত্বপ্রাপ্ত। এ সরকার দায়িত্ব পালন করবে, তবে জাতি গঠনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

প্রবাসীদের প্রতি বিনিয়োগ আহ্বান

অধ্যাপক ইউনূস প্রবাসীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু, শেকড়— সব কিছুই বাংলাদেশে। তাই ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণ আপনাদের নৈতিক দায়।

তিনি প্রবাসীদের জাপান সরকারের সঙ্গে বাংলাদেশের স্বার্থে লবিং জোরদার করার পরামর্শ দেন। জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ়। আপনারা এখানে বসে সেই সম্পর্কে গভীরতা আনতে পারেন, বলেন তিনি।

জাপানে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক

প্রধান উপদেষ্টার সফরের তৃতীয় দিনে জাপানের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

  • ডেভেলপমেন্ট পলিসি লোন– অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা জোরদারে ৪১৮ মিলিয়ন ডলার।
  • জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল প্রকল্প – অবকাঠামো উন্নয়নে ৬৪১ মিলিয়ন ডলারের ঋণ।
  • মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ অনুদান – উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে ৪.২ মিলিয়ন ডলার অনুদান।

বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পক্ষে রাষ্ট্রদূত শিনিচি সাইদা এ স্মারকগুলিতে স্বাক্ষর করেন। অধ্যাপক ইউনূস স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং পরে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে অংশ নেন।

এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ