Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১০ জুলাই ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির প্রধান উপদেষ্টার নির্দেশ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির প্রধান উপদেষ্টার নির্দেশ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে বলেছেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ঘাটতি রাখা যাবে না।

এ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালে পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নেয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা রোধে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার এ নির্দেশনায় চলমান নির্বাচনী প্রস্তুতি কার্যক্রমে গতি আসবে বলে ধারণা রাজনৈতিক মহলের। বিশেষ করে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ