নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ইসির চার কারণ
নির্বাচনকালে ড্রোন উড়ানো নিষিদ্ধের সিদ্ধান্ত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট চলাকালীন নিরাপত্তা, গোপনীয়তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ইসির নির্বাচন উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের প্রস্তুত করা এক প্রতিবেদনে ড্রোন নিষিদ্ধের চারটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা সম্পন্ন হয়েছে।
- প্রথম কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন ব্যবহারে ভোটার ও নির্বাচনি এলাকার গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র বা ব্যক্তিগত স্থান নজরদারির ফলে ভোটারদের গোপন আচরণ ফাঁস হতে পারে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
- দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অননুমোদিত ড্রোনের মাধ্যমে বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু বহনের ঝুঁকি রয়েছে। এতে ভোটকেন্দ্র ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
- তৃতীয় কারণ হলো, আইন ও বিধি লঙ্ঘনের প্রবণতা। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ড্রোন ব্যবহারের সরকারি বিধি অনুসরণ করেন না, ফলে নির্বাচনের সময় বিশৃঙ্খলার ঝুঁকি বাড়ে।
- চতুর্থ কারণ হিসেবে বলা হয়েছে, ভোটদানের সময় ভিডিও বা ছবি ধারণ করে তা অপব্যবহার করার আশঙ্কা। এতে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেয়ার পরিবেশ ব্যাহত হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি এখন পূর্ণ গতিতে চলছে। শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েন করা হবে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
এ ছাড়া নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর সময়ে বহিরাগত প্রভাবশালী ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে ভোট সামগ্রী ও কর্মী পরিবহনের জন্য আগের মতোই হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইসি।
সবার দেশ/কেএম




























