দাবি পূরণ না হওয়ায় আল্টিমেটাম:
ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন সোমবার
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর ঘোষিত দুই দফা দাবির একটিও বাস্তবায়ন না হওয়ায় নতুন আন্দোলনের ডাক দিতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। আগামী কর্মসূচি ও দাবি-দাওয়া নিয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগের ‘শহীদ হাদি চত্বরে’ এক জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে সংগঠনটি।
রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সংগঠনটির অভিযোগ, হাদি হত্যার বিচার ও প্রশাসনের সংস্কার নিয়ে তাদের দেয়া আল্টিমেটাম সরকার গুরুত্বের সাথে নেয়নি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ হাদির জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে যে দুই দফা দাবি জানানো হয়েছিলো, তার কোনোটিই এখনও পূরণ হয়নি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা কেউই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। বরং একজন অতিরিক্ত আইজিপিকে দিয়ে দায়সারা ব্রিফিং করিয়ে এ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটিকে ‘অগুরুত্বপূর্ণ’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
সংগঠনটির ফেসবুক পোস্টে আরও অভিযোগ করা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলোতে থাকা বিগত সরকারের আমলের ‘দোসরদের’ এখনো গ্রেফতার করা হয়নি এবং এসব সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব দৃশ্যমান নয়। এ প্রেক্ষাপটে সরকারের অবস্থান এবং তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। সোমবারের সংবাদ সম্মেলন থেকে হাদি হত্যার বিচার ও ফ্যাসিবাদবিরোধী নতুন কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























