শাহবাগ হয়ে উঠলো ‘শহীদ ওসমান হাদি চত্বর’
রাজধানীর শাহবাগ এলাকা শুক্রবার জুমার নামাজের পর থেকে হাজারো ছাত্র-জনতার ক্ষোভে মুখরিত হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এ অবস্থান শুরু হয়েছে। বিকালের বিক্ষোভ সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’। এ ঘোষণায় উপস্থিত জনতা উল্লাসে মুখরিত হয় এবং শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্লোগান দিতে থাকে।