শহীদ হাদির খুনিদের শাস্তির দাবি
ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল আজ
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফের রাজপথে নামছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগের ‘শহীদ হাদি চত্বর’ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির খুনিদের ফাঁসি এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবিতে এ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।.
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর সে মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। পুলিশ ও সিআইডি ইতোমধ্যে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সোমবারের এ বিক্ষোভ মিছিল থেকে ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচার দাবিতে বড় ধরনের কোনো আল্টিমেটাম বা পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























