ড. ইউনূসের সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় শুরু হতে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসের মধ্যেই ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ হায়দার।
রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানি হাইকমিশনার জানান, গত এক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উভয় দেশের ব্যবসায়ী সমাজ বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের ব্যবসার নতুন পথ অন্বেষণে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
ইমরান হায়দার উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমানে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে প্রবল আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক বিষয়গুলোতে। প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর রোগী লিভার ও কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসার জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে যাতায়াত করছেন। পাকিস্তান এ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ এবং একাডেমিক সহযোগিতা প্রদানে পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণের মধ্যে যাতায়াত সহজ হবে এবং এটি আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার এ খবরটি দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
সবার দেশ/কেএম




























