Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৯, ১৬ জানুয়ারি ২০২৬

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেরেবাংলা এ কে ফজলু হকের পুণ্যভূমি বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে। দলের শীর্ষ নেতার এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে গোটা বরিশাল বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের দায়িত্বশীল নেতাদের এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে সরাসরি সামনে দেখার সুযোগ পাওয়ায় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সফরটি সফল করতে এবং জনসভাকে বিশাল জনসমুদ্রে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি। এ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে দুপুর ৩টায় এক বিশেষ প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছে। সভায় বরিশাল বিভাগের সকল সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান এ সফরের সত্যতা নিশ্চিত করে জানান, দলের শীর্ষ নেতৃত্ব থেকে বার্তা পাওয়ার পর থেকেই তারা প্রস্তুতির কাজ শুরু করেছেন। ১৮ জানুয়ারির সভায় পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সফরের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, তারেক রহমানের বরিশালে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে তা অভাবনীয়। প্রায় দুই দশক পর আমাদের নেতাকে বরিশালে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন সাজসাজ রব।

উল্লেখ্য যে, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে একটি তৃণমূল কর্মীসভায় অংশ নিয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর তার এ সম্ভাব্য সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন সমীকরণ।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

নতুন পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার ইতিবাচক বার্তা
দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
জোটে নয়, একক নির্বাচনে ইসলামী আন্দোলন
উত্তরা অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে জামায়াত আমিরের গভীর শোক
খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নাগরিক শোকসভা
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তারেক রহমান
উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬
আদিতমারীতে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ ৫ শতাধিক নেতাকর্মীর
কয়লা-গ্যাস ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: রিজভী
সৌজন্য সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান
সমঝোতার পর শুক্রবার পুনরায় শুরু বিপিএল
হাসিনা-কামালের মৃত্যুদণ্ড মামলার আপিল শুনানি ২০ জানুয়ারি
চরমোনাই ছাড়াই জামায়াত জোটের ২৫৩ আসন বন্টন চূড়ান্ত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান