নতুন পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার ইতিবাচক বার্তা
নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, দীর্ঘ ১০ থেকে ১২ বছর পর পে-স্কেল নিয়ে কাজ হচ্ছে, তাই এর পেছনে অনেক ধরনের জটিল হিসাব-নিকাশ রয়েছে। দ্রুতই এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, পে-স্কেলের প্রতিবেদন পাওয়ার পর এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। বর্তমান অর্থ সংকটের কথা উল্লেখ করলেও তিনি আশ্বস্ত করে বলেন যে, এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই এবং সরকারের কাজ চলমান রয়েছে।
নির্বাচন ও সংস্কারের বিষয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত সময়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে নিজেদের সুবিধামতো সংস্কার করলেও এবার জনগণের স্বার্থে দীর্ঘমেয়াদী সংস্কার করা হচ্ছে। পরবর্তী সরকারও এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটালে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্যই সংস্কারের পক্ষে গণভোটে ইতিবাচক সাড়া দেওয়া জরুরি।
গুরুদাসপুর মিনি স্টেডিয়ামের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা জানান, একনেক সভায় এ প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। মাঠের গুণগত মান বজায় রাখা হয়েছে এবং পুরোপুরি প্রস্তুত হলে এখানে নিয়মিত খেলাধুলার আয়োজন সম্ভব হবে।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া নাটোরের জেলা প্রশাসক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
সবার দেশ/এফও




























