ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তির ব্যাখ্যা
আইসিসিকে আবারও চিঠি দিলো বিসিবি
ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নতুন করে ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে আইসিসির কাছে এ চিঠি পাঠানো হয় বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বিসিবির পক্ষ থেকে পাঠানো সর্বশেষ ই-মেইলে কেন ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলা বাংলাদেশের জন্য অনুকূলে নয়—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। নিরাপত্তা শঙ্কা, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য উল্লেখের পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও ওই মেইলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র।
তবে এই ই-মেইলের জবাব তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। বিসিবি সূত্র জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বা অবস্থান জানতে পারবে বোর্ড।
উল্লেখ্য, গত রোববার প্রথমবারের মতো আইসিসিকে ই-মেইলের মাধ্যমে ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে অপারগতার কথা জানায় বিসিবি। সে সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একটি বিতর্কিত সিদ্ধান্ত। বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ‘নির্দেশ’ দেয়।
গত ডিসেম্বরে আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিলো কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশনার পর কোলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই বিসিবির মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং ভারত সফর নিয়ে নতুন করে নিরাপত্তা ও পেশাদারিত্বের প্রশ্ন তোলে বোর্ড।
এরপর মঙ্গলবার আইসিসি বিসিবিকে একটি ফিরতি ই-মেইল পাঠায়। ওই চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা ও ভারতে ম্যাচ খেলা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়। আইসিসির সে প্রশ্নের জবাব হিসেবেই বৃহস্পতিবার নতুন করে বিস্তারিত চিঠি পাঠিয়েছে বিসিবি।
এদিকে এ ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিসিবি, একই সঙ্গে বাংলাদেশ দলের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সবার দেশ/কেএম




























