Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ৬ মে ২০২৫

আপডেট: ২০:১৮, ৬ মে ২০২৫

১৭ বছর পর মা-মেয়ের আবেগঘন সাক্ষাৎ

১৭ বছর পর মা-মেয়ের আবেগঘন সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর মায়ের সঙ্গে দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যান তিনি। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাকে। দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ তথ্য নিশ্চিত করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এর আগে, মঙ্গলবার দুপুর ১টা ২৬ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসায় পৌঁছান জুবাইদা রহমান।

সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া ঢাকায় পৌঁছালে তাকে বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে বিদেশে যান জুবাইদা রহমান। তখন থেকে তিনি দেশে ফেরেননি। আওয়ামী লীগ সরকারের মামলার কারণে এতদিন দেশের বাইরে ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু বর্তমানে স্কয়ার হাসপাতালে ভর্তি। তিনি ধানমণ্ডির মাহবুব ভবনে থাকেন। তার বাবা ছিলেন সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।

সবার দেশ/কেএম