Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ১০ মে ২০২৫

আপডেট: ১৬:৪৯, ১০ মে ২০২৫

ঢাকার বাইরের হাইওয়েতে ব্লকেড না দেওয়ার নির্দেশ

আওয়ামী লীগ নিষিদ্ধে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র ডাক

আওয়ামী লীগ নিষিদ্ধে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র ডাক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করার দাবিতে দেশের রাজপথে ফের উত্তাপ ছড়িয়েছে ছাত্র-জনতা ও নাগরিক সমাজের আন্দোলন। শনিবার (১০ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন, এখন থেকে আন্দোলন চলবে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে ছাত্র-জনতা রাস্তায়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি চলছে। অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি—এটা গণঅভ্যুত্থানের চেতনার প্রতি অবমাননা।

তিনি অভিযোগ করেন, আন্দোলনকে বিভ্রান্ত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। তবে স্পষ্ট করে বলেন, এ আন্দোলন কোনো একক দলের নয়। দেশের সর্বস্তরের ছাত্র-জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এ দাবিতে ঐক্যবদ্ধ।

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গঠনের ঘোষণা

সবার ঐক্যমতের ভিত্তিতে এখন থেকে সব কর্মসূচি পরিচালিত হবে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র ব্যানারে। তিনি ঢাকাসহ দেশের সর্বত্র ছাত্র-জনতাকে আহ্বান জানান, আসুন, সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।

দ্বিতীয় দিনের মতো চলছে ‘শাহবাগ ব্লকেড’

শনিবার বেলা দেড়টার দিকে শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, শাহবাগ মোড়ের চারপাশের সড়কগুলো বন্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনগুলো চলাচলের সুযোগ পাচ্ছে। বিকেল ৩টা থেকে গণজমায়েতের কর্মসূচিও শুরু হওয়ার কথা।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে আন্দোলনকারীরা যমুনা গেস্ট হাউসের সামনে অবস্থান করে মিন্টো রোডে মঞ্চ তৈরি করে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার বিকেল থেকে তারা অবস্থান নেন শাহবাগ মোড়ে এবং রাতভর সেখানে স্লোগান দেন ও অবস্থান কর্মসূচি চালান।

ব্লকেড সংক্রান্ত নির্দেশনা

শনিবার ভোরে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ পরিস্কার নির্দেশ দেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা দেশের অন্য কোনো হাইওয়েতে ব্লকেড দেবেন না। স্বতঃস্ফূর্ত জমায়েত ও সমাবেশ করুন, কিন্তু হাইওয়ে খুলে দিন।

তিন দফা দাবি জানালেন নাহিদ ইসলাম

  • এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় তিনটি প্রধান দাবি উপস্থাপন করেন—
  • আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে।
  • ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে।

আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা

আন্দোলনকারীরা জানিয়েছেন, যতদিন না অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করছে, ততদিন শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর চেতনায় দেশব্যাপী ঐক্য গড়ে তুলতে মাঠে থাকবে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাকিস্তানের কড়া মার খেয়ে চুপসে গেলো গদি মিডিয়া
টানা ষষ্ঠবারের লিগ শিরোপা বার্সেলোনার মেয়েদের
৭ গোলের থ্রিলারে বার্সার শ্বাসরুদ্ধকর জয়
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
হোমনায় যুবলীগ নেতা গ্রেফতার, আতঙ্কে অন্য নেতাকর্মীরা
ঝড় ও বজ্রপাতে সারাদেশে ১৪ জনের মৃত্যু
পালিয়েছেন আবদুল হামিদ: পর্দার আড়ালে কী ডিল হলো?
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিএনপির দাবির প্রতিফলন: মির্জা ফখরুল
শেয়ারমার্কেটে আস্থা ফেরাতে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ নয়: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার শুরু চলতি মাসেই
আ.লীগ নিষিদ্ধে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৩ দল একাট্টা
২ ম্যাচ হেরেও বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশ নারী দল