Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ২৬ জুন ২০২৫

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজন চায় জামায়াত

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজন চায় জামায়াত
ছবি: সংগৃহীত

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতেই তারা এ দাবি তুলেছে বলে জানিয়েছে দলটি।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ঐকমত্য কমিশনের চলমান সংলাপে অংশ নিয়ে জামায়াত এ প্রস্তাব তুলে ধরে।

সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, সিপিবি ও দুই-একটি বামপন্থি দল ছাড়া বেশির ভাগ রাজনৈতিক দলই আমাদের এ প্রস্তাবের প্রতি ইতিবাচক।

এ সময় তিনি আরও বলেন, সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বাদ দিয়ে বিকল্পভাবে ‘সংবিধান নির্ধারিত নিয়োগ কমিটি’ গঠনের পক্ষে মত দিয়েছে জামায়াত।

এ নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার, সব বিরোধী দলের প্রতিনিধি এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধিরাও থাকবেন বলে প্রস্তাব দিয়েছে দলটি।

ডা. তাহের বলেন, এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। অতীতে প্রধানমন্ত্রীর একক নিয়োগের কারণে দেশে বড় ধরনের নৈরাজ্য হয়েছে। সচিবালয়ে এখনো ফ্যাসিস্টদের দোসর রয়েছে। এ অবস্থা থেকে বের হতে হলে নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা মনে করি, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ ও নিয়োগ ব্যবস্থায় ভারসাম্য আনাই দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।

সবার দেশ/এফএস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ