Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ১৬ জুলাই ২০২৫

চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

পাঁচদিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীরা। বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন জামায়াত আমির।

তিনি বলেন, সাংহাইয়ে চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গঠনমূলক মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চীন সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চেয়েছি এবং তাদের উন্নয়ন মডেল কাছ থেকে বোঝার চেষ্টা করেছি।

ডা. শফিকুর রহমান জানান, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হয়। তিনি বলেন, চীন গত ৩৫ বছরে যেভাবে আর্থসামাজিক অগ্রগতি করেছে, তা অনুকরণীয়। আমরা জানতে চেয়েছি, কীভাবে এমন উন্নয়ন সম্ভব হয়েছে এবং সে অভিজ্ঞতা আমাদের দল ও জাতির জন্য কীভাবে কাজে লাগানো যায়।

প্রসঙ্গত, গত ১০ জুলাই রাতে ঢাকা থেকে সাংহাইয়ের উদ্দেশে যাত্রা করে জামায়াতের প্রতিনিধি দল। তাদের বিদায় জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দলের কেন্দ্রীয় নেতারা।

এ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। অনেকে এটিকে জামায়াতের কূটনৈতিক পরিসরে সক্রিয় হওয়ার ইঙ্গিত বলেও দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন