বস্তাপচা নির্বাচন আর নয়: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীতের মতো বস্তাপচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনেও নেব না। প্রয়োজন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও লেভেল প্লেয়িং নির্বাচনের। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামীর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী বছরের শুরুতেই কার্যকর একটি নির্বাচন চায় জামায়াত। নির্বাচন বিলম্বিত হলে দেশের রাজনৈতিক অচলাবস্থা বাড়বে বলেও সতর্ক করেন তিনি।
দেশের সম্ভাবনা নিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশ অফুরন্ত নিয়ামত ও সম্ভাবনার দেশ। আমাদের মাটির নিচে ও সমুদ্রের নিচে প্রচুর সম্পদ রয়েছে। জনসংখ্যার বড় অংশ তরুণ—৩৫ বছরের নিচে। অথচ আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি, কারণ দেশের নেতৃত্বে চরিত্রের ঘাটতি ছিলো।
অতীতের ক্ষমতাসীনদের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, যারা ক্ষমতায় ছিলো তারা নিজেদের নিয়ে ব্যস্ত থেকেছে। আল্লাহর ভয় না থাকায় দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। জনগণের প্রতি ভালোবাসা থাকলে এত সম্পদ বাইরে যেতো না।
তিনি আরও বলেন, ঘুষ বা চাঁদাবাজিই শুধু দুর্নীতি নয়, বুদ্ধি দিয়ে জনগণকে ঠকানোও দুর্নীতি। যারা দেশ থেকে পালিয়ে যায়, তারা দেশটাকে যৌতুক মনে করে। জামায়াত কখনও দেশ থেকে পালায়নি—বরং বিপদের সময় দেশে ফিরেই দৃষ্টান্ত স্থাপন করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর জামায়াত সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আমরা নিজেরা হিন্দুদের বাসাবাড়ি পাহারা দিয়েছি। কোনও হামলা বা ক্ষতি হতে দেইনি। আমরা শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম। পরিচালনায় ছিলেন সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমির কাজী জমির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান ও মহানগর আমির ফখরুল ইসলাম।
সবার দেশ/কেএম




























