এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে — জামায়াত আমির
দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় জাতীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, একটা লড়াই আমরা করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূল উৎসমূল খুঁজে বের করতে হবে। তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে এ লড়াইতেও ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।
বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। চিকিৎসা সহায়তায় কিছুটা সুস্থ হলে বসে থেকেই বক্তব্য চালিয়ে যান তিনি। কিছুক্ষণ পরে আবার দাঁড়িয়ে কথা বলতে গিয়ে ফের অসুস্থবোধ করেন এবং পরবর্তী বক্তব্যও বসে থেকেই দেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর আজ অত্যন্ত অনুকূল পরিবেশে আমরা এ সমাবেশ করতে পারছি। যারা সাড়ে ১৫ বছর ধরে ত্যাগের মধ্যে ছিলেন, যারা শহিদ হয়েছেন, যারা আহত ও পঙ্গু হয়েছেন—আমরা তাদের কাছে চিরঋণী।
আন্দোলনে প্রাণ দেয়া জামায়াত কর্মীদের স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদরা বুক পেতে দাঁড়িয়েছিলেন বলেই আজকের এ বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। তারা জীবন দিয়ে জাতির মুক্তির পথ রচনা করেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি বন্ধ করবে—তার প্রথম প্রমাণ হচ্ছে… ঠিক তখনই তিনি বক্তব্যরত অবস্থায় হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছালে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সময় তাকে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
দলটির দীর্ঘদিন পর রাজধানীতে এমন গণসমাবেশ, তারুণ্যনির্ভর দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা এবং নেতার শারীরিক অসুস্থতা—সব মিলিয়ে এ সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা।
সবার দেশ/কেএম




























