Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ২০:১৪, ৮ আগস্ট ২০২৫

চব্বিশের চেতনার ওপর গড়ে উঠবে নতুন রাজনীতি: নাহিদ ইসলাম

চব্বিশের চেতনার ওপর গড়ে উঠবে নতুন রাজনীতি: নাহিদ ইসলাম
ফাইল ছবি

‘চব্বিশের গণঅভ্যুত্থান’ই বর্তমান ও ভবিষ্যতের রাজনীতির ভিত্তি হয়ে উঠবে— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘৭১ আর ২৪’ শিরোনামে দেয়া এক বিশ্লেষণধর্মী পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ লেখেন, 

চব্বিশের গণঅভ্যুত্থানের মূল্যবোধই হবে নতুন রাজনীতির ভিত্তি। যারা আবার একাত্তরের মেরুকরণে ফিরতে চায়, তারা চব্বিশের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে।

তিনি বলেন, এ অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে অনেক রাজনৈতিক দল নিজেদের অতীত ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছিলো। এখন যদি আমরা সে পুরনো রাজনৈতিক বিভাজনে ফিরে যাই, তাহলে সে প্রায়শ্চিত্ত অর্থহীন হয়ে পড়বে। আমরা সে পুরোনো ব্যবস্থায় ফিরতে দিতে পারি না।

নাহিদের ভাষায়, 

চব্বিশ ছিলো একাত্তরের ধারাবাহিকতা। একাত্তরের স্বপ্ন ছিলো—সমতা, মর্যাদা ও ন্যায়বিচার; যা আবার নতুনভাবে উঠে এসেছে চব্বিশের গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। যখন মুজিববাদ একাত্তরের ভেতরে ভারতীয় বয়ান ঢুকিয়ে জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা করেছে, তখন চব্বিশের আন্দোলন তা রুখে দিয়ে স্বাধীনতার প্রকৃত চেতনা পুনরুদ্ধার করেছে।

তিনি দাবি করেন, এ আন্দোলন ছিলো ফ্যাসিবাদ, স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে সমঅধিকারভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এক ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রাম।

চব্বিশ-পরবর্তী রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গে তিনি বলেন, 

নতুন প্রজন্মের হাত ধরে এখন একটি ভিন্ন রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে। একাত্তরের পক্ষে বা বিপক্ষের বিভাজনকে টেনে এনে দেশকে আবার পুরোনো কাঠামোয় ঠেলে দেয়ার অপচেষ্টা হচ্ছে। কিন্তু আমরা চব্বিশ থেকেই নতুন করে শুরু করতে চাই—একটি ন্যায়ভিত্তিক ও ঐক্যমুখী রাজনীতির ভিত্তি গড়ে তুলতে।

তিনি মনে করেন, 

একাত্তর ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও তা এখন আর রাজনৈতিক মাপকাঠি হতে পারে না। একাত্তরের গৌরব থাকবে রাষ্ট্রের ভিত্তি ও নীতির অংশ হিসেবে, তবে তা দিয়ে আর রাজনীতি চলবে না। ঠিক যেমন ১৯৪৭ সালের স্মৃতি ইতিহাসের হলেও, রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অবকাশ নেই।

চব্বিশের আন্দোলনকে প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখানোর চেষ্টা প্রসঙ্গে নাহিদ বলেন, এটি কোনও প্রতিশোধের আন্দোলন ছিলো না। বরং ছিলো জাতীয় ঐক্য, সহানুভূতি ও সংহতির সংগ্রাম। যারা প্রতিহিংসার চেতনা চাপিয়ে দিচ্ছে, তারা মূল আদর্শকেই বিকৃত করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চব্বিশের মূল্যবোধই হবে ভবিষ্যৎ রাজনীতির চালিকা শক্তি—যা আমাদের নিয়ে যাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং ঐক্যবদ্ধ সমাজের পথে।

সবার দেশ/কেএম

সর্বশেষ