রুমিনসহ নারীদের স্লাটশেমিংয়ের বিরুদ্ধে হাসনাতের কঠোর অবস্থান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাসহ যে কোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।
তিনি বলেন,
নারীর রাজনৈতিক মত যাই হোক না কেনো— বিএনপি, এনসিপি, বাম, ডান বা দলবিহীন— তার ব্যক্তিগত জীবন, শরীর বা সম্পর্ককে আক্রমণ করা রাজনীতি নয়, বরং পুরুষতান্ত্রিক ঘৃণার নোংরা প্রকাশ।
সোমবার (২৫ আগষ্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে হাসনাত লেখেন, কোনোও নারী রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণ করলেই তাকে চরিত্রহননের শিকার হতে হয়। ভয়ঙ্কর বিষয় হলো, এ ঘৃণার চর্চা আসে অনেক সময় তথাকথিত প্রগতিশীলদের হাত থেকে, যারা একদিকে নারীর অধিকারের কথা বলে, অন্যদিকে বিপরীত মতের নারীকে অপমান করে।
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা— কেউই এ ঘৃণ্য ট্র্যাডিশন থেকে মুক্ত নয়।
হাসনাত দ্বিচারিতার সমালোচনা করে বলেন, কোনও নারী নিজের পছন্দের দলে থাকলে স্লাটশেমিংকে হালকা করা, আর বিপক্ষে থাকলে উৎসাহ দেয়া— এটাই আমাদের রাজনীতিকে কুরুচিপূর্ণ করছে এবং নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তুলছে।
তার মতে, এ ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই থাকুক না কেন, এ লড়াই চালিয়ে যেতে হবে, যোগ করেন তিনি।
পোস্টের শেষে হাসনাত স্পষ্ট করে বলেন,
আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হয়েছি, কিন্তু রুমিন ফারহানাসহ কোনও নারীর বিরুদ্ধে স্লাটশেমিংকে কখনোই সমর্থন করবো না।
সবার দেশ/কেএম




























