Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৫

নতুন উদ্যমে কর্মসূচি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ফাইল ছবি

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদযাপন করছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দেশের রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করে দলটি, যা প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।

একদলীয় শাসনের পর বহুদলীয় গণতন্ত্রের সূচনা ঘটিয়ে বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন ধারা তৈরি করে। চারবার ক্ষমতায় ও দুইবার বিরোধী দলে থাকার অভিজ্ঞতা নিয়ে দলটি দীর্ঘ ৪৭ বছরের পথচলায় নানা বাধা-বিপত্তি অতিক্রম করেছে।

গত দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন, গুম-খুন, মামলা-নির্যাতনসহ কঠিন সময় পার করলেও গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরে এসেছে। বিএনপি নেতাদের দাবি, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী তাই আগের যেকোনও সময়ের তুলনায় ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমান বলেন, 

প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রয়োজন।

তিনি আরও বলেন, 

শহীদদের আত্মদান তখনই সার্থক হবে, যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। বিএনপির অঙ্গীকার হলো, গুম, হত্যা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মানবিক সমাজ গড়া।

অন্যদিকে মির্জা ফখরুল বলেন, 

‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্রই বিএনপির মূল আদর্শ। দীর্ঘ আন্দোলনের পর স্বৈরাচারের পতন ঘটেছে, এখন গণতন্ত্রকে সুসংহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রতিষ্ঠার ইতিহাস

১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগো দল) গঠন করেন। পরে ন্যাপ, মুসলিম লীগ, লেবার পার্টিসহ কয়েকটি দল নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়। মাত্র তিন বছরের মধ্যে দলটি ক্ষমতায় আসে। তবে ১৯৮১ সালে জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফলে কয়েকজন বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়া নেতৃত্বে আসেন এবং দলের শীর্ষপদে আসীন হন।

কর্মসূচি

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

১ সেপ্টেম্বর: দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সারা দেশে আলোচনা সভা ও র‌্যালি।
২ সেপ্টেম্বর: নয়াপল্টনে বর্ণাঢ্য র‌্যালি।
৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌরসভায় সভা ও র‌্যালি।
৪ সেপ্টেম্বর: বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান।
৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল বৈঠক।

সবার দেশ/কেএম

সর্বশেষ