Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:১৯, ৭ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসিকে পাঠালো সাত নমুনা

শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসিকে পাঠালো সাত নমুনা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা প্রতীক দাবি করে চিঠি দিয়েছে। এবার দলটি তাদের পছন্দের প্রতীকের সাতটি ভিন্ন নকশা বা নমুনা এঁকে ইসিতে পাঠিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত এ চিঠি নির্বাচন কমিশনের সচিবের কাছে পৌঁছে দেয়া হয়। চিঠিতে দলটি জানায়, ইসির পরামর্শ বা পর্যবেক্ষণের ভিত্তিতে শাপলার নকশায় আংশিক পরিবর্তন বা ভিন্নতা আনা নিয়েও তারা আলোচনায় প্রস্তুত।

জাতীয় নাগরিক পার্টি প্রথমবারের মতো ২০২৫ সালের ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করে। আবেদনপত্রে তারা দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ সংরক্ষণের অনুরোধ জানায়। পরবর্তীতে ৩ আগস্ট ২০২৫ তারিখে কমিশনের কাছে আরেকটি চিঠিতে তারা প্রতীকের পছন্দক্রম হিসেবে উল্লেখ করে—

  • শাপলা,
  • সাদা শাপলা
  • লাল শাপলা

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা প্রতীকটি বাংলাদেশ জাতীয় প্রতীকের অংশ হলেও দলটি তা সরাসরি অনুকরণ না করে স্বতন্ত্রভাবে দৃশ্যমান ও আলাদা বৈশিষ্ট্যপূর্ণ ‘ভার্সন’ তৈরির** চেষ্টা করেছে।

ইসির সঙ্গে একাধিক বৈঠকে দলটি এ প্রতীকের বিভিন্ন ডিজাইন ও নমুনা উপস্থাপন করেছে। এর মধ্য থেকেই সাতটি নকশা চূড়ান্ত করে মঙ্গলবারের চিঠিতে যুক্ত করা হয়।

দলটির দাবি, শাপলা প্রতীকটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং জনগণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই এটি দলের রাজনৈতিক আদর্শ ও নাগরিক আন্দোলনের প্রতীক হিসেবেই ব্যবহার করতে চায় এনসিপি।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত প্রতীকগুলোর নমুনা যাচাই শেষে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ