Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ৬ ডিসেম্বর ২০২৫

স্বৈরাচার পতন দিবসে তারেক রহমানের কঠোর মন্তব্য

হাসিনার নির্যাতনে খালেদা জিয়ার জীবন এখন সংকটে- তারেক রহমান

হাসিনার নির্যাতনে খালেদা জিয়ার জীবন এখন সংকটে- তারেক রহমান
ছবি: সংগৃহীত

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, শেখ হাসিনার দুঃশাসনে দীর্ঘদিনের জেল-জুলুম ও নির্যাতনের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন আজ চরম ঝুঁকির মুখে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এ বাণীতে তিনি বলেন, 

অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন মারাত্মক সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে শুধু খালেদা জিয়া নন, জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীর ওপরও চালানো হয়েছিলো সীমাহীন নির্যাতন, আর পুরো দেশকে পরিণত করা হয়েছিলো এক অবরুদ্ধ প্রমাণভূমিতে।

৬ ডিসেম্বর: গণতন্ত্র পুনরুদ্ধারের স্মরণীয় দিন

তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ৬ ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিতে পতন ঘটে এরশাদের সামরিক শাসনের। তিনি স্মরণ করে বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে এরশাদ গণতন্ত্র হত্যা করেন। ধ্বংস করে দেন বহুদিনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো।

তারেক রহমান জানান, নয় বছরের দীর্ঘ সংগ্রাম, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দুর্বার গণআন্দোলনের ফলেই দেশে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। এ দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি ’৮২ থেকে ’৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে গণতন্ত্রের শত্রু। এ শক্তির পতনের পর রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে।

গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান

তারেক রহমান দেশবাসীকে সতর্ক করে বলেন, পরাজিত স্বৈরাচারী শক্তির পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।

ফখরুলের বাণী: গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি হয়েছে ৫ আগস্টে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পৃথক বাণীতে বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন ঘটেছিল স্বৈরাচারের, আর সে দিন থেকেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার নেয় দেশবাসী। তবে তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের দুশমনরা কখনোই থেমে থাকেনি। আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে চক্রান্তে তারা গণতন্ত্রকে ক্রমাগত দুর্বল করেছে।

২০০৯ সাল থেকে দেশ একদলীয় দুঃশাসনের ঘূর্ণিতে পতিত হয়েছিলো বলে মন্তব্য করে তিনি দাবি করেন, 

৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ আবারও গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়।

ফখরুল বলেন, গণতন্ত্রের মা খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর নির্যাতন। সে কারণে তিনি আজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

দেশের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশ যেন আর কখনও গুম, গুপ্তহত্যা, ক্রসফায়ারের দুঃস্বপ্নে ফিরে না যায় এবং রাষ্ট্র-সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ স্থায়ী হয়, এজন্য গণতন্ত্রকামী সকল মানুষের ঐক্য অপরিহার্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে