“সংবিধান হবে সব নাগরিকের” — তাসনিম জারা
যে সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকে, সে সংবিধান নাগরিকের নয়—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, এ সংবিধান আমরা রাখবো না। আমরা একটি নতুন সংবিধান চাই, যা সব নাগরিকের অধিকার রক্ষা করবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
তাসনিম জারা বলেন, সংবিধান হবে সবার, রাষ্ট্র হবে জনগণের। যে সংবিধান গুম-খুনের বৈধতা দেয়, তার জায়গা স্বাধীন বাংলাদেশে নেই। আমরা সেই লড়াইয়ে নেমেছি। পথ কঠিন, সময় লাগবে, কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়।
তিনি আরও বলেন, গত বছর আপনারা গুলির ভয় না করেই রাস্তায় নেমেছিলেন। পুলিশি দমন-নিপীড়ন উপেক্ষা করে এগিয়ে গেছেন। যারা শাসকগোষ্ঠীকে উল্টো ধাওয়া দিয়েছেন, তাদের স্যালুট জানাই। কারণ এ লড়াই শুধুই সরকার বদলের জন্য নয়, এ লড়াই রাষ্ট্র বদলের। এ ভাঙা দেশটাকে নতুনভাবে গড়ার জন্য, সকল নাগরিকের জন্য একটি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য।
ডা. তাসনিম জারা বলেন, এ রাষ্ট্রে যেন শুধু একটি দলের, একটি শ্রেণির মানুষ সুবিধা না পায়—এ রাজনীতি বদলাতে আমরা এসেছি। আমরা চাই, বাংলাদেশ হবে সবার, রাষ্ট্র সবার জন্য কাজ করবে।
সভায় তিনি দেশ গড়ার সংগ্রামে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সবার দেশ/ এফও




























