Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ২ জানুয়ারি ২০২৬

ঐক্যের ডাক

জুলাই বিপ্লবের প্রশ্নে বিভাজন নয়—সাদিক কায়েমকে তারেক রহমান

জুলাই বিপ্লবের প্রশ্নে বিভাজন নয়—সাদিক কায়েমকে তারেক রহমান
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ, ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৈঠকে তিনি ছাত্র সমাজকে উদ্দেশ করে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের পাশাপাশি গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধিদল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের জানান, তারেক রহমান ছাত্র সমাজ ও দেশের ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন।

সাদিক কায়েম তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, রাজনীতিতে মতের ভিন্নতা ও মতবিরোধ থাকা গণতন্ত্রের সৌন্দর্য হলেও বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে কোনো বিভাজন চলবে না। এ প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে বলে তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন তারেক রহমান। তিনি বলেন, বিভক্তি নয়, ঐক্যই পারে গণতান্ত্রিক পরিবর্তনের পথ সুগম করতে।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু বিপ্লব-পরবর্তী সময়ে যে বিভাজন তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ডাকসু ভিপি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের মাটি ও মানুষকে ভালোবাসার ‘বাংলাদেশপন্থি’ রাজনীতি এগিয়ে নেয়া এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামীর মূল লক্ষ্য।

গত ১৬ বছর তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো—এ কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বিগত বছরগুলোতে ধ্বংস করে দেয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনায় আসে। সাদিক কায়েম অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও গ্রেফতার হয়নি। এমনকি তাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের ভেতরেও গোপনে অবস্থান করছে বলে দাবি করেন তিনি। দ্রুত খুনিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান ডাকসু ভিপি।

সবশেষে তিনি বলেন, রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন, ফ্যাসিবাদী শক্তির বিচার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র সমাজ রাজপথে তাদের ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখবে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি