সংখ্যালঘু অধিকার রক্ষার প্রত্যাশা
তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল শোক বইয়ে স্বাক্ষর করেন এবং পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা শোক বইয়ে তাদের অনুভূতি প্রকাশ করার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
তিনি বলেন, ঐক্য পরিষদের নেতারা দেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কথা স্মরণ করেন। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ন্যায়বিচার, সমঅধিকার এবং তাদেরকে প্রকৃত অর্থে বাংলাদেশের পূর্ণ নাগরিক হিসেবে মর্যাদা দেয়ার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন।
ডা. পাভেল আরও বলেন, ঐক্য পরিষদের নেতারা তারেক রহমানের কাছ থেকে সে নীতির ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। জবাবে তারেক রহমান তাদের আশ্বস্ত করে বলেন, তিনি সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ—এ বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার মতে, বাংলাদেশের সব নাগরিকই সমান অধিকার ভোগ করবে এবং সবার পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি।
তিনি আরও জানান, তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’—এ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে দেশের সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবার দেশ/কেএম




























