মানবতাবিরোধী অপরাধ মামলা
কাদের–আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চব্বিশের জুলাই–আগস্টের হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাত নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অভিযোগ আমলে নিয়েই আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
প্রসিকিউশনের দায়ের করা এ মামলায় আরও চার শীর্ষ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন—
- দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম
- যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
- যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন
- ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান
প্রসিকিউশন জানিয়েছে, গত ৮ ডিসেম্বর এ মামলার তদন্ত সমাপ্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনে চব্বিশের গণহত্যা, নির্যাতন ও সংগঠিত সহিংসতার দায়ে ধারাবাহিকভাবে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এখন মামলার পরবর্তী ধাপ হিসেবে অভিযুক্তদের গ্রেফতার ও আদালতে হাজির করা হবে।
সবার দেশ/কেএম




























