আমার বাড়ি নম্বর কিন্তু ৩২ নয়: সজীব ওয়াজেদ জয়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং তার ব্যক্তিগত ঠিকানা প্রকাশ করে তাকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলা হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ব্যঙ্গ করে লিখেছেন,‘আমার বাড়ি নম্বর কিন্তু ৩২ নয়।’
জয় দাবি করেন, ভার্জিনিয়ায় তার একটি মাত্র বাড়ি আছে, যা ২০১৮ সালে তিনি কিনেছেন। পুরোনো বাড়িটি বিক্রি করে নতুনটি কেনা হয়েছে, কিন্তু তাকে দুইটি বাড়ির মালিক দেখিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
তার ভাষায়, আমার বর্তমান বাড়ির মূল্য কিনে নেওয়ার পর থেকে ১৫ লাখ ডলার বেড়েছে। আমি কোনো সরকারি কর্মকর্তা নই, আইটি উদ্যোক্তা। আমার আয়ের উৎস বৈধ এবং আমি নিয়মিত কর দিই।
তিনি জানান, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করলেও কোনো অনিয়ম পায়নি। ইউনুসের সরকার আমার পাসপোর্ট বাতিল করেছিল, তখনই আমি মার্কিন নাগরিকত্ব পাই। এখানে বিচার ব্যবস্থা আছে, বলেন জয়।
দুদকের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তিনি লেখেন, যদি তারা আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তাহলে এসে চেষ্টা করুক। আমার আইনজীবীরা দুদকের কর্মকর্তার বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রে মামলা করার জন্য প্রস্তুত।
তিনি বলেন, বর্তমান সরকার জনরোষে পড়ে দৃষ্টি ঘোরাতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। পাশাপাশি তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রে অস্ত্র রাখা বৈধ এবং আত্মরক্ষায় তিনি প্রস্তুত।
এ পোস্টে জয় মূলত তার বিরুদ্ধে চলমান বিতর্ক ও অভিযোগের প্রেক্ষাপটে পাল্টা অবস্থান তুলে ধরেছেন, যেখানে নিরাপত্তা, সম্পত্তির তথ্য এবং আইনি প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
সবার দেশ/এফও




























