Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ৯ মে ২০২৫

বাংলাদেশ সফরে আসবে না ভারত

আইপিএল স্থগিত, হবে না এশিয়া কাপ

আইপিএল স্থগিত, হবে না এশিয়া কাপ
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের আগস্টে বাংলাদেশ সফর এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ দুটি ইভেন্টে অংশ না নেয়ার বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। 

পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে এ সিদ্ধান্তের সম্ভাবনা প্রবল।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আগস্টে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা ছিলো ভারতীয় দলের। তবে বর্তমান পরিস্থিতিতে এ সফর বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, সেপ্টেম্বরে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপও স্থগিত হতে পারে। বিসিসিআই এ সময়ে স্থগিত হওয়া আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করছে।

শুক্রবার (৯ মে) ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন নিরাপত্তাজনিত কারণে ফ্লাডলাইট বন্ধ করে ম্যাচ পরিত্যাগ করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এ ঘটনায় খেলোয়াড়রা অস্বস্তি ও আতঙ্কের মধ্যে রয়েছেন। শুক্রবার ভোরে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়রা ধর্মশালা ত্যাগ করেন।

গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে পাকিস্তান বৃহস্পতিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালায়। এ উত্তেজনার মধ্যেই ধর্মশালার ঘটনা ঘটে, যা আইপিএলের স্থগিতাদেশের সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।

টাইমস অব ইন্ডিয়ার সূত্রের বরাতে বলা হয়, আইপিএলের বাকি ১৬টি ম্যাচ কয়েক মাস পিছিয়ে যেতে পারে। বিসিসিআই বাংলাদেশ সফর এবং এশিয়া কাপ নিয়ে আলোচনার পরিবর্তে আইপিএল সম্পন্ন করার দিকে মনোযোগ দিচ্ছে। এমনকি আইপিএলের বাকি ম্যাচগুলো এ দুই ইভেন্টের আগে শেষ হলেও, ভারতের সফর ও এশিয়া কাপ বাতিলের সম্ভাবনাই বেশি। বিসিসিআই এ অবস্থানে কোনো নমনীয়তা দেখাতে রাজি নয়।

বিসিসিআইয়ের বর্তমান অগ্রাধিকার হচ্ছে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা। বৃহস্পতিবারের ঘটনার পর এ বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে বিসিবি কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, তারা ভারতের সফর নিয়ে আশাবাদী এবং দুই বোর্ডের মধ্যে সুসম্পর্ক রয়েছে।

এ পরিস্থিতিতে ভারতের জুনে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজের পর আগস্টে বাংলাদেশ সফর এবং সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি হতাশাজনক খবর হলেও, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাই প্রাধান্য পাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিষিদ্ধ হয়ে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে গণহত্যাকারীরা: আসিফ মাহমুদ
‘জুলাই ঘোষণাপত্র’ না দেয়া পর্যন্ত ঘরে ফেরা নয়
যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষে বাংলাদেশ
মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিলো ৬ নবজাতক
ভাইয়ের বাড়িতে ‘স্মৃতিময় ফেরা’ খালেদা জিয়ার
বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে জামিনের হুমকিদাতা তামান্না গ্রেফতার
ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ
১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না— ফখরুল
পিছু হটলো ভারত, যুদ্ধবিরতিতে সম্মত
পলাতক শক্তির পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান
খেলার মাঠেও পাকিস্তানের কাছে হারলো ভারত!
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার শুরু চলতি মাসেই
আ.লীগ নিষিদ্ধে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৩ দল একাট্টা
২ ম্যাচ হেরেও বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশ নারী দল