সেমিতে উঠা কঠিন, সেরা পাঁচে চোখ বাংলাদেশের
নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারলেও সেরা পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ দলের নারী ক্রিকেটার ফাহিমা খাতুন।
নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের। সে এক জয়ের পর থমকে গেছে জয়রথ। তবে একাধিক জয়ের সুযোগ তৈরি করতে পারলেও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। তাইতো নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামার আগে ফাহিমা জানান আত্মবিশ্বাসের কথা। বলেছেন সেমিতে উঠি কঠিণ হলেও শেষ দুই ম্যাচে জয় নিয়ে সেরা পাঁচে থাকতে চায় বাংলাদেশ।
আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলনে ফাহিমা বলেন,
হ্যাঁ! আমাদের এখনও সুযোগ আছে (সেমি-ফাইনাল খেলার)। এখনও আমাদের সুযোগ আছে ভালো কিছু... সেরা চারে ওঠা কঠিন তবে আমার মতে, আমরা যদি বাকি ২ ম্যাচ জিততে পারি, তাহলে পাঁচে থাকতে পারবো।
তিনি আরো বলেন, শুরু থেকেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আশানুরূপ খেলাই খেলেছি সব দলের বিপক্ষে। সেদিক থেকে আমাদের প্রত্যাশাও বেড়ে গিয়েছিলো। এখনও আমাদের দলের ওপর ভালো প্রত্যাশা আছে। শেষ ম্যাচ ২টা ভালোভাবে খেলে আমরা পূর্ণ পয়েন্ট নিতে চাই।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মিস করা মারুফা দলে ফিরতে পারেন বলে জানিয়েছেন ফাহিমা ।
সবার দেশ/কেএম




























