এল ক্লাসিকোর রোমাঞ্চে থেমে গেল হৃদস্পন্দন
এমবাপ্পের পেনাল্টি মিসে মৃত্যু রিয়াল সমর্থকের
স্পেনের সান্তিয়াগো বার্নাবেউয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোতে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। রিয়ালের ২-১ গোলের জয়ে মাতোয়ারা হওয়ার কথা ছিলো সবার মতোই মাদ্রিদের একনিষ্ঠ সমর্থক ইগল ব্রডকিনের। কিন্তু প্রিয় ক্লাবের ম্যাচ চলাকালীনই থেমে যায় তার জীবনযাত্রার সব ছন্দ।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘অল ফুটবল’ এবং ‘ডেইলি স্পোর্টস’–এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল-বার্সা ম্যাচের ৫২ মিনিটে ঘটে যায় সে ভয়াবহ মুহূর্ত। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ঠিক সে সময়ই গ্যালারিতে বসে থাকা রিয়ালের একনিষ্ঠ ভক্ত ইগল ব্রডকিন আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় মাদ্রিদের লা পাজ হাসপাতালে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি এ কট্টর সমর্থককে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্রডকিনের ছেলে। তিনি গণমাধ্যমকে জানান,
রিয়াল মাদ্রিদের প্রতি বাবার ভালোবাসা ছিলো অবিশ্বাস্য। ক্লাবের প্রতি সে ভালোবাসাই আমাদের পুরো পরিবারে ছড়িয়ে দিয়েছেন তিনি। প্রায় প্রতিটি ম্যাচ আমরা একসঙ্গে দেখতাম।
ব্রডকিনের মৃত্যু রিয়ালের সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। ক্লাবের বিভিন্ন সমর্থক গোষ্ঠী তার স্মরণে আগামী ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এক মিনিটের নীরবতা পালনের ঘোষণা দিয়েছে। সেদিন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব লিভারপুল।
ফুটবলপ্রেমীদের জন্য এটি এক বেদনাদায়ক স্মারক—খেলার উন্মাদনা যেমন আনন্দের, তেমনি কখনো কখনও তা হয়ে ওঠে জীবনের শেষ দৃশ্য। এল ক্লাসিকোর বিজয়ের উল্লাসে যখন পুরো স্টেডিয়াম মাতোয়ারা, তখন এক রিয়াল সমর্থকের হৃদস্পন্দন থেমে যায় নীরবে, চিরতরে।
সবার দেশ/কেএম




























