Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৩, ৬ নভেম্বর ২০২৫

মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ জাহানারার

‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে বলিস’

‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে বলিস’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন করে আলোচনায় এসেছে ভয়াবহ এক অভিযোগ। জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবার সরাসরি যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে।

সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে জাহানারা জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল তার সঙ্গে অনৈতিক আচরণ করেন। তিনি বলেন, 

উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন— তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। তখন ডাকবো, চলে আসিস।

জাহানারা আরও অভিযোগ করেন, ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও মঞ্জুরুল অনৈতিক আচরণ করতেন। বিশ্বকাপের কয়েকটি ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করতাম, তখন উনি হাত মেলানোর বদলে জড়িয়ে ধরতেন, বলেন তিনি।

এ ঘটনাগুলো নিয়ে বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃষ্টি আকর্ষণ করলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেন জাহানারা। তার ভাষায়, 

দেড় বছরের মধ্যে অসংখ্যবার অভিযোগ করেছি। তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে জানিয়েছি। দুই-একদিন ঠিক থাকতো, তারপর আবার আগের মতো শুরু হতো।

এর আগে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অনৈতিক সুবিধা নেয়া ও জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ করেছিলেন জাহানারা আলম।

বাংলাদেশ ক্রিকেটে নারী দলের ভেতরের এ ধরনের অভিযোগে আবারও প্রশ্ন উঠছে— বিসিবির অভ্যন্তরীণ তদন্ত ব্যবস্থা কতটা কার্যকর, আর নারী ক্রিকেটারদের নিরাপত্তা কতটা নিশ্চিত?

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ