শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত ২০ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন, যা আজ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হলো।
বর্ণাঢ্য বিচারিক ক্যারিয়ার
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আইনি পেশা ও বিচারিক জীবনের যাত্রা অত্যন্ত দীর্ঘ ও সমৃদ্ধ:
- আইনজীবী হিসেবে শুরু: তিনি ১৯৮৫ সালে জেলা আদালত এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
- হাইকোর্ট বিভাগে নিয়োগ: ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর ২০০৫ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।
- আপিল বিভাগে পদোন্নতি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিচার বিভাগে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ১২ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।
শিক্ষাগত পটভূমি
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সম্মান (এলএলবি) ও স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি সম্পন্ন করেন। দেশের পড়াশোনা শেষ করে তিনি উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে আন্তর্জাতিক আইনের ওপর এলএলএম ডিগ্রি অর্জন করেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ বিচারপতির প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ বিচার বিভাগে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। বিদায়ী প্রধান বিচারপতির স্থলাভিষিক্ত হয়ে তিনি এখন থেকে দেশের সর্বোচ্চ আদালতের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সবার দেশ/কেএম




























