Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৫

এনবিআর জানিয়েছে শুল্ক কমানো হবে

কমছে মোবাইল ফোনের দাম 

কমছে মোবাইল ফোনের দাম 
প্রতীকি ছবি

নতুন বছরের আগেই মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো সরকার। বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। শুল্ক কমানো হলে বাজারে মোবাইল ফোনের দাম কমবে এবং ক্রেতারা কম খরচে মোবাইল কিনতে পারবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ব্যবসা সহজ করার জন্য আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ে নজর দেয়া হচ্ছে। অবৈধ আমদানি রোধে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকায় রাজস্ব আয় বৃদ্ধি না হলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি ফিরবে না। তবে তিনি আশ্বস্ত করেন, অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে রাজস্ব আদায়ের গতি ভালো রয়েছে।

সেমিনারে র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ হবে। গত তিন বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখ বেড়েছে। এছাড়া গত এক বছরে ম্যানুফ্যাকচারিং খাতে নারীদের অংশগ্রহণ অর্ধেকে কমে গেছে।

তিনি আরও বলেন, নতুন সরকার এলডিসি গ্রাজুয়েশন ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে যদি সময় দেরি করে, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় থাকবে না। পাশাপাশি তিনি সতর্ক করেন, রাজস্ব আদায়ের গতি না বাড়ালে চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন