Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১০, ১৬ মে ২০২৫

জুমার পর গণঅনশনে জবি শিক্ষার্থী ও শিক্ষকরা

জুমার পর গণঅনশনে জবি শিক্ষার্থী ও শিক্ষকরা
ছবি: সংগৃহীত

চার দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গণঅনশনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শুক্রবার (১৭ মে) রাজধানীর কাকরাইলে জুমার নামাজের পর এ কর্মসূচি শুরু হবে বলে বৃহস্পতিবার রাতে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি—বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, গবেষণায় বরাদ্দ বাড়ানো এবং আবাসন সংকট সমাধান। এসব দাবিতে গত কয়েকদিন ধরে টানা কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবার দুপুরেও শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

দিনভর ‘কমপ্লিট শাটডাউনের’ পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নতুন কর্মসূচির ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জবি পরিবার এক সিদ্ধান্তে পৌঁছেছে—দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান ছাড়বো না। আজ রাতেও আমরা রাত্রিযাপন করবো। কাল জুমার পর গণঅনশনে যাবো।

তিনি আরও জানান, এ আন্দোলনে বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশ নেবেন।

আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তাদের ভাষায়, “খন আর পেছনে ফেরার সুযোগ নেই—দাবি মানতে হবে, নতুবা প্রাণ দিতে হবে।

প্রসঙ্গত, আন্দোলন চলাকালে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাসমূলক পদক্ষেপ বা উচ্চপর্যায়ের সংলাপের উদ্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছে আন্দোলনকারীরা। তাই গণঅনশনের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণের শেষ চেষ্টায় যাচ্ছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: