করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান

করিডর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার — এমনটাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, শহীদদের তালিকা চূড়ান্ত করার চেয়ে বিদেশিদের করিডর দেয়ার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, করিডোর কিংবা বন্দর ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে, অন্তর্বর্তী সরকারের নয়।
তিনি আরও বলেন, জুলাইয়ের বিপ্লবে শহীদ ও আহতদের তালিকা এখনো চূড়ান্ত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এতে জনগণের মনে সরকারের দক্ষতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে— তারা কি উদাসীন, নাকি ক্ষমতার মোহে বাস্তবতা থেকে বিচ্যুত?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও দাবি করেন, সরকারের অভ্যন্তরে এবং বাইরেও এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে উঠেছে। জনগণের আকাঙ্ক্ষা ও ভাষা বুঝতে সরকার ব্যর্থ হলে, রাজনৈতিক অস্থিরতা শুধু বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, এ অস্থিরতা যদি অব্যাহত থাকে, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। তাই তাদের উচিত নিজ সক্ষমতা সম্পর্কে আরও সচেতন হওয়া।
তারেক রহমান অভিযোগ করেন, বিএনপি বহুবার সরকারের কাছে একটি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করলেও, সরকার তা উপেক্ষা করেছে। উল্টো নির্বাচন নিয়ে মানুষের দাবিকে 'সংস্কার' নামক জটিল জালে আটকে রেখে সময়ক্ষেপণ করছে।
এ পরিস্থিতিতে অব্যবস্থাপনা না বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সবার দেশ/কেএম