Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২৩ জুলাই ২০২৫

‘তারেক রহমানের চাচাতো বোন’ সে সাহসী শিক্ষিকা মাহরিন

‘তারেক রহমানের চাচাতো বোন’ সে সাহসী শিক্ষিকা মাহরিন

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষিকা মাহরিন চৌধুরীর আত্মত্যাগ দেশজুড়ে আলোড়ন তুলেছে। কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেয়া এ শিক্ষিকা ছিলেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর। দুর্ঘটনার সময় তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজে আগুনে দগ্ধ হন এবং রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে তার মৃত্যুতে শোকাবেগের মাঝেই সামনে এসেছে আরও একটি বিস্ময়কর তথ্য—মাহরিন চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইয়ের মেয়ে, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন।

এ তথ্য প্রথমে প্রকাশ করেন মাহরিনের সহপাঠী ও প্রতিবেশী আলী আহমাদ মাবরুর, যিনি মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজিতে মাস্টার্স করার সময় মাহরিনের জুনিয়র ছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে মাবরুর জানান, মাহরিন ছিলেন অত্যন্ত সাদাসিধে ও নিভৃতচারি। তিনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং নিজের রাজনৈতিক পরিচয় কখনও সামনে আনতেন না।

মাবরুর লিখেছেন, মাহরিন আপা কখনোই নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করেননি। কিন্তু ২০০৭ সালের জরুরি অবস্থা বা বর্তমান ফ্যাসিবাদী আমলেও তিনি সাহসের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের পাশে থেকেছেন। খাবার-পথ্য নিয়ে গুলশান অফিসে যেতেন, যদিও তা কখনও প্রকাশ করতেন না।

মাহরিনের পারিবারিক পরিচয় নিয়ে আরও আলোচনার জন্ম দেয় একটি ভিডিও ক্লিপ, যেখানে মাহরিন নিজেই বলেন, আমি তারেক রহমানের বোন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার চাচা। একইসঙ্গে বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি শুধু একটি চাকরি করি।

আরও পড়ুন <<>> ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে চলে গেলেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী

আরেক প্রত্যক্ষদর্শী নারী সাংবাদিকদের বলেন, যিনি মারা গেছেন, তিনি প্রেসিডেন্ট জিয়ার ভাইয়ের মেয়ে, বাড়ি নীলফামারীতে।

তবে মাহরিনের রাজনৈতিক পরিচয় নিয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দল থেকে আমাকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

মাহরিনের মৃত্যু যেমন এক মমতাময়ী শিক্ষিকার বীরত্বগাঁথা হয়ে মানুষের হৃদয়ে দাগ কেটেছে, তেমনি তার গোপন রাখা রাজনৈতিক পরিচয় সামনে আসায় আলোচনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক সুবিধা না নিয়েও নিঃশব্দে দায়িত্ব পালন করে যাওয়া এক আত্মমর্যাদাসম্পন্ন নারীর এ গল্প সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

মাহরিনের আত্মত্যাগ এবং তার পরিচয় নতুন করে জাতীয় রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। তার জীবন যেমন ছিল পরিশ্রমী ও আত্মত্যাগী, তেমনি মৃত্যুও রেখে গেছে এক অসাধারণ দৃষ্টান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি