নীরব সমর্থকদের দল বিএনপি, নেতাকর্মীদের নয়!
বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি অদ্ভুত বৈপরীত্য চরিত্রের নাম—এটি এমন এক রাজনৈতিক দল, যার রাজনীতিকে ধরে রেখেছে সংগঠনের বাহুবল নয়, বরং এক বিশাল নীরব জনসমর্থনের ঢেউ—যারা শ্লোগান দেয় না, মিছিল করে না, দলের কার্যালয়ে যায় না, কিন্তু ব্যালটের সামনে দাঁড়িয়ে দেশের রাজনৈতিক গতিপথ বদলে দেয়ার ক্ষমতা রাখে। এ নীরব জনসমর্থনই বিএনপির আসল শক্তি; নেতাকর্মীদের জোর-জবরদস্তি নয়, কিংবা সংগঠনের শোডাউন নয়।