Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১৫ জানুয়ারি ২০২৬

বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি

বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি যোগ দিয়েছেন। নতুন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বুধবার (১৪ জৃনুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় তিনজনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগের মাধ্যমে বিমান পরিচালনা পর্ষদে অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। এ পদক্ষেপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক কার্যক্রম ও নীতি নির্ধারণে আরও সুশৃঙ্খল এবং দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ