Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ১ জানুয়ারি ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

রেকর্ড মুনাফায় বিমান, গত বছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি

রেকর্ড মুনাফায় বিমান, গত বছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি
ছবি: সংগৃহীত

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। সর্বশেষ অর্থবছরে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮৫ কোটি ২১ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো লাভের ধারা বজায় রাখলো রাষ্ট্রায়ত্ত এ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিমানের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৪-২০২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, সদ্য সমাপ্ত অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একই সময়ে অপারেশনাল মুনাফা অর্জিত হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ১০ অর্থবছরের মধ্যে ৯ বছরই নিট মুনাফা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা সংস্থাটির আর্থিক স্থিতিশীলতা ও ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দেয়।

যাত্রী ও কার্গো পরিবহনেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বিমান। গত অর্থবছরে ২১টি উড়োজাহাজ দিয়ে দেশি-বিদেশি মোট ৩০টি গন্তব্যে ৩৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে সংস্থাটি, যা আগের বছরের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। পাশাপাশি ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে বিমান, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৪৫ দশমিক ২১ শতাংশ বেশি।

এ ছাড়া বিমান বিদেশি এয়ারলাইনসের ৩১ হাজার ১১২টি ফ্লাইটের ৬১ লাখ ৩ হাজার ১৪৭ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে গত অর্থবছরে, যা সংস্থাটির সহায়ক আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে সরকার থেকে কোনো ধরনের ভর্তুকি গ্রহণ করেনি সংস্থাটি। এর পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও গড়েছে জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইনস।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, দ্রুত লাগেজ সরবরাহ ব্যবস্থা, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়নের ফলে যাত্রী সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করায় বিমান ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটি রেকর্ড বজায় রাখতে সক্ষম হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালন ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিমান। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি শীর্ষস্থানীয় এয়ারলাইনসে পরিণত হওয়াই সংস্থাটির মূল লক্ষ্য।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি