Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৫, ৫ ডিসেম্বর ২০২৫

মুহূর্তের আতঙ্ক কাটলো

খাঁচা ছাড়া সিংহকে নিরাপদে ফিরিয়ে নিলো কর্তৃপক্ষ

খাঁচা ছাড়া সিংহকে নিরাপদে ফিরিয়ে নিলো কর্তৃপক্ষ
ছবি: সবার দেশ

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বিকেলে খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে অবশেষে কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে নিয়ন্ত্রণে এনে খাঁচায় ফিরিয়েছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে সিংহটিকে অচেতন করে আবার খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক, পশুচিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

আরও- পড়ুন <<>> মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়েছে সিংহ

কীভাবে বের হলো সিংহ? তদন্ত কমিটি গঠন

এ ঘটনায় প্রাণিসম্পদ অধিদপ্তর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যের দলকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, কীভাবে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে এলো—ঘটনার কারণ নির্ণয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিরাপদ চিড়িয়াখানা, নিয়মিত কার্যক্রম চলবে

এ ঘটনায় দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা এবং উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং চিড়িয়াখানা আগের মতোই নিরাপদ রয়েছে। শনিবার থেকে নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ