মোহাম্মদপুরে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ৫৫০ ভরি সোনা-রুপা
রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে গভীর রাতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। চন্দ্রিমা মডেল টাউনের একটি জুয়েলার্স দোকান থেকে দুর্বৃত্তরা প্রায় ৫০০ ভরি রুপা ও ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটের দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রথমে দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে।
ভিতরে ঢুকে তারা দোকানের লকার ও বিভিন্ন বাক্স ভেঙে স্বর্ণ ও রুপা সংগ্রহ করে এবং অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় দোকানে কোনও কর্মচারী উপস্থিত ছিলো না।
চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























