শাহবাগ থেকে সারা ঢাকা ঘুরে ‘হাদি চত্বর’
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে ‘মার্চ ফর ইনসাফ’। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ থেকে এ কর্মসূচি শুরু হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, শাহবাগ থেকে শুরু হওয়া এ পথযাত্রা সায়েন্সল্যাব–সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী ঘুরে সন্ধ্যায় আবার শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হবে।
মার্চে অংশগ্রহণকারীরা জানান, শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ইনকিলাব মঞ্চের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ২৪ দিনের মধ্যে ওসমান হাদির খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো হত্যাচক্রের বিচার কার্যক্রম সম্পন্ন করা।

এছাড়া বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেয়া খুনিদের ফেরত দিতে ভারত অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।
পথযাত্রায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ১০টি পিকআপ ভ্যানে অংশ নেন। তাদের হাতে ছিল ‘Justice For Hadi’, ‘March For Insaf’সহ বিভিন্ন প্ল্যাকার্ড। এ সময় শাহবাগ ও আশপাশের এলাকায় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। স্লোগানগুলোর মধ্যে ছিলো—‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

এদিকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার সর্বশেষ অগ্রগতি জানাতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফিং করবে পুলিশ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ বিষয়ে কথা বলবেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজকের ব্রিফিংয়ে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হতে পারে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এ ব্রিফিংয়ের দিকে গভীর নজর রাখছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সবার দেশ/কেএম




























