নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তানের জিরো পয়েন্ট সংলগ্ন ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাণিজ্যিক ভবনটির উপরের তলায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও কাপড়ের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি
গুলিস্তানের মতো ঘিঞ্জি ও জনাকীর্ণ এলাকায় আগুনের খবর ছড়িয়ে পড়লে জিরো পয়েন্ট ও এর আশপাশের রাস্তায় মানুষের ভিড় জমে যায়। মার্কেটের নিচতলার দোকানগুলো থেকে ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা ক্রেতারা জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখে পার্শ্ববর্তী বিপণিবিতান ও ভবনগুলো থেকেও লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।
উদ্ধারকাজ ও বর্তমান পরিস্থিতি
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় এবং সড়কে তীব্র যানজট থাকায় শুরুতেই পানির উৎস পেতে এবং গাড়ি পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তাও তল্লাশি করে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম




























