বাগাতিপাড়ায় দুর্বৃত্তের আগুনে কৃষকের ধানে পুড়ে ছাই
নাটোরের বাগাতিপাড়ায় এক কৃষকের ধানের পালায় আগুন দিয়ে ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ-আরাজিমাড়িয়া মাঠে কৃষক আনারুল খানের জমিতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আনারুল খান আরাজিমাড়িয়া মহল্লার তজু খানের ছেলে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস।
কৃষক আনারুল খান জানান, এক বিঘা জমি থেকে ধান কেটে ওই জমিতেই পালা করে রাখা হয়েছিলো। বুধবার রাতের কোনও এক সময়ে অজ্ঞাতরা ওই পালায় আগুন ধরিয়ে দেয়। ভোরে খবর পেয়ে জমিতে গিয়ে দেখি সব ধানসহ পালা পুড়ে ছাই হয়ে গেছে।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি দুলাল ইসলাম বলেন, ধালের পালা পুড়ে যাওয়া বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























