Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:২৯, ৩১ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানী ঢাকায় সব ধরনের সাংস্কৃতিক আয়োজন, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় নগরজুড়ে কোনো উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা বা আনন্দঘন কোনও আয়োজন করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষার্থে আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি যানবাহনে উচ্চশব্দে হর্ন বাজানোসহ জনদূর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় শোক যথাযথভাবে পালনের স্বার্থে এ নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে ডিএমপি জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এ সময় সবার দায়িত্ব। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি